আর্ত মানবতার সেবায় বদ্ধ পরিকর
Humanity Foundation
ক্ষুধা-দারিদ্র্য দূরীকরণের ব্রত নিয়ে একটি স্বেচ্ছাসেী সংস্থা হিসেবে ২০১৫ সালে কুষ্টিয়া শহরে হিউম্যানিটি ফাউন্ডেশন-এর যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশর ৪২টি জেলাতে এর কার্যক্রম চলমান। ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজসেবা কর্তৃক নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে হিউম্যানিটি ফাউন্ডেশন কাজ শুরু করে। হিউম্যানিটি ফাউন্ডেশন গতানুগতিক কোন এনজিও বা দাতা সংস্থা নয়। এটি একটি বিশ্বাস, একটি প্রতিশ্রুতি ও একটি সামাজিক আন্দোলন। বিশ্বাসটি হলো, প্রতিটি মানুষ অমিত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। জন্মগতভাবে সেই অমিত সম্ভাবনাই তাকে করতে পারে দারিদ্র্যমুক্ত এবং আত্মনির্ভরশীল। মানুষ যদি তার অন্তর্নিহিত ক্ষমতার সৃজনশীল বিকাশের সুযোগ পায়, সে যদি আত্মশক্তিতে বলীয়ান হয়, তাহলে সে নিজেই তার ভাগ্যোন্নয়নের দায়িত্ব নিতে পারে। নিজ ভবিষ্যতের কারিগরে পরিণত হতে পারে। এ চেতনাবোধ থেকেই হিউম্যানিটি ফাউন্ডেশন বাংলাদেশে একটি গণজাগরণ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গণজাগরণের লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষকে উজ্জীবিত ও সংগঠিত করা, যাতে প্রত্যেক উজ্জীবক ও সামাজিকভাবে সংগঠিত মানুষ নিজেদের জীবনের হাল নিজেরাই ধরতে পারে। নিজেদের অবস্থান থেকে নিজস্ব সম্পদকে প্রাথমিক পুঁজি করে সৃজনশীল উপায়ে ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে একক ও যৌথ উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়।
লক্ষ্য
হিউম্যানিটি ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা আমরা আর্ত মানবতার সেবায় বদ্ধ পরিকর। সমাজের সুবিধা বঞ্চিত এবং দারিদ্র্য বিমোচনের জন্য সকল সেবামূলক অংশ গ্রহণকে সহজ করে তোলা ।
উদ্দেশ্য
গ্রামীন ও শহরের প্রান্তিক জীবনকে প্রভাবিত করে এমন সামাজিক সংস্থা বা ব্যাক্তি উদ্যোগে, সুবিধাবঞ্চিত এবং দারিদ্র্য বিমোচনের পদ্ধতি গুলি উদ্ভাবনী ও টেকসই সমাধানের প্রচেষ্টা করা।
অর্থের উৎস
সদস্যগণের ব্যাক্তিগত চাঁদা, সম্পদশালী ব্যাক্তিদের দান-অনুদান, সরকারী, বে-সরকারী, দেশী-বিদেশী বিভিন্ন ব্যাক্তি/ সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত হিউম্যানিটি ফাউন্ডেশন।
চলুন একসাথে একটি পরিবর্তন করি
আমাদের বর্তমান কার্যক্রমের সহযোদ্ধা হিসাবে আপনিও অংশ গ্রহন করতে পারেন। আপনার সামন্য সহযোগীতা হতে পারে প্রতিবন্ধী, পথশিশু, সুবিধা বঞ্চিত ও সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডের অর্থে উৎস। আপনার দেওয়া সহযোগীতা পৌছিয়ে যাবে কাঙ্খিত ব্যাক্তি বা সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে।
অনুদান বা সহযোগীতা করতে ক্লিক করুন !
DONET কার্য়ক্রম সমুহ
সংস্থার কার্যক্রম সম্পর্কে বিশিষ্ট জনদের মন্তব্য
"Humanity Foundation" Family
Md. Rasel Rana
Founder and President
Humanity Foundation
Mst. Benu Biswas
Co-Founder
Humanity Foundation
Md. Golam Nobi
Co-Founder
Humanity Foundation
Md. Alamgir Hossain
Co-Founder
Humanity Foundation
DONET পরিবারের সদস্য হতে নিবন্ধন করুন!
"DONET" স্বেচ্ছাসেবী সংস্থার অতিথীদের অভিমত প্রকাশ
যোগাযোগ করুন
হেল্প ডেক্স 247 : +880 1711 210 222
কর্পোরেট অফিস : +880 1811 662 774
রেজিস্টার্ড অফিস : +880 1601 09 2015
www.org.donetbd.com
E-mail: donetorgbd@gmail.com
www.facebook.com/orgdonet.page
রেজিস্টার্ড অফিস : ৬০, মনির ভিলা, মাহতাব উদ্দিন সড়ক, কাটাইখানা মোড়, মার্কাস মসজিদ রোড, নতুন কোটপাড়া, কুষ্টিয়া।
ঢাকা অফিস: ১৮০/এফ -২ (তৃতীয় তলা) পূর্ব রামপুরা, ঢাকা -১২১৯
সহযোগী প্রতিষ্ঠানসমূহ
যাদের প্রচেষ্টায় আমাদের এই বিশেষ নিবেদন