DONET(ডোনেট) সমাজ উন্নয়ন সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিম্নে লিপিবদ্ধ করা হলোঃ

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই সংস্থা বিশেষ ধরনের যে কোন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারবে। যেমনঃ সড়ক-মহাসড়কের পাশে, খালের ধারে, বাড়ীর আঙ্গিনা ও ছাদে , অনাবাদী বা পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের আবাদ বৃদ্ধি করা বা বনায়ন/বৃক্ষরোপন করা, যত্রতত্র ময়লা স্তুপ না করে তা নির্ধারিত স্থানে জমাকরণ এবং নিঃসরণ, বায়োগ্যাস প্লান্ট স্থাপন, নদী ভাঙ্গণ ও মরুকরণরোধ ইত্যাদি।

ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে গ্রাম বাংলার কৃষক সমাজকে সার্বিক সচেতনতাদানের পাশাপাশি শিক্ষা-প্রশিক্ষনের মাধ্যমে দুষণমুক্ত পরিবেশ বান্ধব উপায়ে অধিক খাদ্য-শস্য উৎপাদনে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি প্রনয়ন ও বাস্তবায়ন করা। মাটি ও মানুষের স্বাস্থ্য পরিপন্থী ফসল উৎপাদনে নিরুৎসাহিত করা। প্রচলিত খাদ্যাভ্যাস পরিবর্তন করে নতুন নতুন স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা।

অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে মাটির উর্বরা শক্তি বৃদ্ধিকরণার্থে রাসায়নিক সার যথাসম্ভব পরিহার পূর্বক প্রাকৃতিক উপায়ে তৈরি কম্পোষ্ট/জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা এবং এ বিষয়ে কৃষক সমাজকে শিক্ষা-প্রশিক্ষণের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করাসহ দূষণমুক্ত বাতাসের পরিবেশ রক্ষা করা।

প্রত্যাহিক জীবনের পাশাপাশি কৃষি কাজে ও শিল্পে ব্যবহার জন্য প্রতিনিয়তঃ মিঠা পানির স্বেচ্ছাচারী ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্থর যেমন নীচে নামছে তেমনি ভূমির উপরিভাগের মিঠা পানিও দিন দিন হ্রাস পাচ্ছে তাই মিঠা পানির অপচয়রোধে ও তা সংরক্ষণে বিশেষ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা যেমনঃ- প্রয়োজনের অতিরিক্ত পানির অপচয় রোধ করে ডিজেল/ জ্বালানীর সাশ্রয়করণসহ বৈদেশিক মুদ্রার সাশ্রয়করণ ইত্যাদি।

জনসংখ্যার চাপে নুয়ে পড়া তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ আমাদের বাংলাদেশ। এই দেশের প্রায় ১৬ কোটি মানুষের মধ্যে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠি বসবাসের জন্য অপরিকল্পিতভাবে বাড়ী-ঘর তৈরী করায় দিনদিন কমে যাচ্ছে আবাদী জমির পরিমাণ। দেখা দিচ্ছে খাদ্য অভাব, প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য তাই প্রতিবছরেই হয় অনাবৃষ্টি বা অতিবৃষ্টি, বন্যা, ঝড় সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ। তাই কৃষি জমি রক্ষার্থে ও অন্যান্য বালাই দূরীকরণার্থে শহুরে জীবনের পাশাপাশি গ্রামীণ জীবনেও স্বল্পব্যায়ে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে এই সংস্থার একটি লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রাকৃতিক বৈচিত্র রক্ষাসহ জীববৈচিত্র রক্ষাকল্পে এই সংস্থা বিশেষ কার্যক্রম পরিচালনা করবে।

উপরোক্ত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি এই সংস্থা কর্ম এলাকায় জাতি গঠনমূলক নিম্নোক্ত উদ্দেশ্য ও লক্ষ্য পূরণেও কর্মসূচী পরিচালনা করবে। যেমনঃ-

শিক্ষা সংক্রান্ত ঃ- এই সংস্থা আঞ্চলিকভাবে শিক্ষা বিস্তারে দরিদ্র-অসহায় পরিবারে ঝরে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তাদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে যুগের চাহিদা অনুযায়ী মান সম্পন্ন শিক্ষা সম্প্রসারণে বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করবে। যেমনঃ-

  • (ক) শিক্ষার প্রসারতা বৃদ্ধির জন্য আঞ্চলিকভাবে ও জাতীয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা।
  • (খ) দরিদ্র অসহায়, ভূমিহীন, কৃষি শ্রমিক শ্রেনীসহ সকল প্রকার প্রতিবন্ধীদের পাশাপাশি আদিবাসী/ হরিজনদের সন্তানাদির মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা।
  • (গ) শিক্ষার মান উন্নয়নে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা।
  • (ঘ) শিক্ষা সম্প্রসারণে গণ পাঠাগার পরিচালনা ও গবেষণামূলক বিশেষায়িত পাঠাগার স্থাপন।
  • (ঙ) শিশু, কিশোর ও বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিচালনা করা।

এক কথায়, সংস্থার উদ্দেশ্য ও লক্ষ্য হলো লক্ষ্যভূক্ত জনগোষ্ঠির স্বাস্থ্য, শিক্ষা ও সার্বিক জীবনমান উন্নয়নে যুগোপযোগী এবং প্রয়োজনীয় কর্মসূচী প্রনয়নসহ বাস্তবায়ন করা।