ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে হিউম্যানিটি ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ ও দা’ওয়াহ কর্মসূচি’।
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বান্দাহ যতক্ষণ তার ভাইকে (যে কোনো মুসলিমকে) সাহায্য করে, আল্লাহ তা’আলাও ততক্ষণ তাকে সাহায্য করেন। (সুনানে তিরমিজী, হাদিস নং ১৪২৫)
প্রতিটি স্পটে শীতবস্ত্র বিতরণের পূর্বে বিজ্ঞ উলামাদের মাধ্যমে শীতার্ত মানুষদের উদ্দেশ্যে ঈমান-আকীদা, সালাতের গুরুত্ব, সততার অপরিহার্যতা এবং সাধারণ নীতিবোধ জাগ্রত করার লক্ষ্যে আলোচনা করা হয়।
দেশব্যাপী এ যাবৎ ১০ হাজার ৯০৫জন শীতার্তের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।