‘স্বনির্ভর’ হিউম্যানিটি ফাউন্ডেশনের একটি স্বাবলম্বীকরণ প্রকল্প। বেকার ও অদক্ষ নারী-পুরুষকে দক্ষতা বৃদ্ধির জন্য (আলাদাভাবে) কারিগরি প্রশিক্ষণ পূর্বক আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করে আত্মনির্ভরশীল করা এ প্রকল্পের উদ্দেশ্য ।
পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা বলেন, ‘অতঃপর সালাত সমাপ্ত হওয়ার পর তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো; আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সূরা জুমু‘আহ: আয়াত-১০)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না।’ (সহীহ বুখারী-২০৭২)
দারিদ্র্য দূরীকরণ এবং স্থায়ীভাবে স্বাবলম্বীকরণের লক্ষ্যে দেশব্যাপী চলমান রয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্প ২৪-২৫। এবছর এই প্রকল্পের আওতায় ২০টি পরিবারকে স্বাবলম্বীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যিনি যে উপকরণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন তাকে সেই উপকরণই প্রদান করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগীদের জন্য বাজেট বরাদ্দ ০৫ হাজার টাকা।
আলহামদুলিল্লাহ ২০২৪-২০২৫ অর্থবছরে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ০৫টি পরিবারকে ইতিমধ্যে স্বাবলম্বী করা হয়েছে। আশারাখছি আপনাদের সহযোগীতা পেলে আমার ২০২৪-২০২৫ অর্থবছরে ২০টি পরিবারকে স্বাবলম্বীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা সফল করতে পারব ইনশাআল্লাহ।