হাসানুল হক ইনু মাননীয় মন্ত্রী
তথ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
২০১৫ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ডোনেট “আর্তমানবতার সেবায় বদ্ধ পরিকর” এই অঙ্গিকার নিয়ে পথচলার ৪র্থ বছর পদার্পনের শুভক্ষণে সংশ্লিষ্ট সকল কে জানায় উষ্ণ অভিনন্দন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তারই লক্ষ্যে বাংলাদেশের দারিদ্র বিমোচন কর্মসূচী দ্বারা নিরলশ পরিশ্রমের মাধ্যমে সফলতা আনতে পেরেছেন। বর্তমানে আমরা এরই ফলশ্রুতি হিসেবে আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছি। একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত ক্ষুধা ও দারিদ্রমুক্ত পরিবেশ সৃষ্টি করা, সরকার তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন আর দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করে চলেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেতৃত্বের দ্বারা দেশে বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।
একটি দেশকে সুস্থ্য – সুন্দর , ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে সরকারের পাশাপাশি সকলের একসাথে কাজ করা প্রয়োজন। সরকারের এই কর্মকান্ডের সাথে ডোনেট স্বেচ্ছাসেবী সংস্থার আগমনকে স্বাগত জানাচ্ছি। সরকার অনুমোদিত ‘ডোনেট’ একটি সেচ্ছাসেবী সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য ইতিমধ্যে যে সমস্ত মহৎ উদ্যোগ গুলি পর্যায়ক্রমে সম্পন্ন করতে পেরেছে সেই বিষয়ে আমি জেনে অত্যন্ত খুশি ও আনন্দিত হয়েছি। আগামী দিনের পথচলায় সুন্দর পরিবেশ বজায় রেখে দেশের অগণিত প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে ডোনেট কাজ করুক এ প্রত্যাশা করছি। পাশাপাশি ডোনেট-এর কার্যক্রমকে বেগবান করতে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। ডোনেট সাফল্যের দিপ্ত শিখাই উদ্ভাষিত হবে, প্রতিষ্ঠা বার্ষিকীর শুভক্ষণে ডোনেট পরিবারের সকল সদস্যবৃন্দদের কে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
Comments